ব্রেকিং নিউজ
মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো জেলা পরিষদ

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো জেলা পরিষদ

মহান বিজয় দিবসে মাদারীপুর জেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী।
জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননার আয়োজন করে জেলা পরিষদ। এ অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার ৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ।
জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারনে আমরা এ আয়োজনটি স্বল্প পরিসরে শুরু করলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছেন। যার সুফল আমরা সবাই ভোগ করছি। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাহস কারা দেখাচ্ছে। যারা ১৯৭১ সালে এ দেশের বিরোধিতা করেছে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই আজ শেখ হাসিনার উন্নয়ন দেখে দিশেহারা হয়ে এই দুঃসাহস দেখাচ্ছে। এদেরকে আমাদের প্রতিহত করতে হবে।

---------