ব্রেকিং নিউজ
খুব শীঘ্রই রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করা হবে : শাজাহান খাঁন এমপি

খুব শীঘ্রই রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ করা হবে : শাজাহান খাঁন এমপি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আমরা আরও শক্তিশালী করবো এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিকে চিরতরে নির্মূল করা হবে। খুব শীঘ্রই রাজাকার, আলবদরদের একটি তালিকা প্রকাশ করতে যাচ্ছি। যাতে করে আমরা চিহ্নিত করতে পারি কে ছিল রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী।

বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এ কথা বলেন।

এমপি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগনকে নিয়ে কাজ করেছেন, আপনিও জনগনকে নিয়ে কাজ করছেন। আমরাও আপনার বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার জন্যে জনগনের সাথে মিশে কাজ করি। জনগনের কাছে আমরা বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ সবচেয়ে বেশি তুলে ধরি। সে জন্য আমরা মনে করি আগামীতে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য জনপ্রিয় ব্যক্তিদেরকে সংগঠনের নেতৃত্বে নিয়ে আসা উচিত।

আগামী দিনে মাদারীপুর পৌরবাসীর মঙ্গল বিবেচনা করে আপনি হাফিজুর রহমান খান যাচ্চুকে নৌকা প্রতীক দিবেন সে আবদার, সে দাবি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা রাখছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওয়াইদুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি হাফিজুর রহমান খান যাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল মুন্সী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

---------