ব্রেকিং নিউজ
মাদারীপুরে বিলুপ্তি প্রজাতির ৩৭ টি কচ্ছপ উদ্ধার, ব্যবসায়ীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড

মাদারীপুরে বিলুপ্তি প্রজাতির ৩৭ টি কচ্ছপ উদ্ধার, ব্যবসায়ীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড

মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি থেকে বিলুপ্তি প্রজাতির ৩৭ টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যাপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকতা তন্ময় আচার্য্য ও তার টিম।
(৩০ জানুয়ারি) শনিবার সকালে বিশেষ অভিযানের মাধ্যমে এ কচ্ছপ উদ্ধার করা হয়।
তম্নয় আচার্য্য জানান, জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি থেকে ক্রেতা সেজে আমরা সকালে ভবতশ সরকার(৩৮)এর বাড়িতে গিয়ে কচ্ছপ কিনতে যাই, তখন তার কাছ থেকে ৩৭টি কচ্ছপ পাই ,য়ার ওজন প্রায় ৬০ কেজি, ৮৭টি কচ্ছপের খোলশ ও ৫ টি ড্রাম ও আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্বার করা হয়। পরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধৃত ভবতশ সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পরে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে উপজেলা পরিষদের ২ টি ও থানার ১ টি পুকুরে উদ্ধারকৃত কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

---------