ব্রেকিং নিউজ
মাদারীপুরে মামলায় প্রোকসী দিতে এসে ০৩ জন আসামী জেল হাজতে

মাদারীপুরে মামলায় প্রোকসী দিতে এসে ০৩ জন আসামী জেল হাজতে

শাহিন আকনের নামে হাজিরা দিতে এসে মাদারীপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মামুনুর রশিদ মহোদয়ের নিকটে ধরা খেয়ে ০৩ জন আসামী জেল হাজতে।

জানা যায়, মাদারীপুর জেলার ডাসার থানার জি আর ৭৩/ ২০২০ নম্বর মামলার আজ তারিখ। ডাসার থানার দক্ষিণ ধূয়াসার গ্রামের ০১। সালাম আকন, পিতাঃ মৃতঃ হাশেম আকন, ০২। সাইফুল আকন, পিতাঃ সালাম আকন ও ০৩। শাহিন আকন নাম উল্লেখ করে আসামীগণ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে বিজ্ঞ আদালতের নিকটে পূর্বশর্তে জামিন চাওয়া হয়। বিজ্ঞ আদালতের সন্দেহ হলে বিজ্ঞ আদালতের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী মনির খান বিজ্ঞ আদালতের নিকটে স্বীকার করেন অত্র মামলার আসামী শাহিন আকনের স্থলে সে প্রোকসী দিতে এসেছে। মনির খান একই এলাকার বাঘরিয়া গ্রামের আরোজ খানের ছেলে।

এ ব্যাপারে মাদারীপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদী হয়ে দন্ডবিধি আইনের ৪১৯ ধারায় একটি মামলা করেন। বিজ্ঞ আদালত আসামী সালাম আকন, মোঃ সাইফুল আকন ও মনির খানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

---------